শিক্ষা

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটাক্ষ ক‌রে  আওয়ামী লীগ নেতাদের বি‌ভিন্ন মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

রোববার (২২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

কর্মসূচি থেকে ছাত্রদল সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণের ওপর পুলিশি হামলার প্রতিবাদ ও আটককৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান ছাত্রদল নেতারা।

ঢাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

অন্যান্যদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আখতার হোসেন, সদস্য সচিব আমানউল্লাহ আমানসহ ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি শাখার কয়েক’শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।