শিক্ষা

ঢাবিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় থমথমে ভাব বিরাজ করছিলো।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার জানান, অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য কার্জন হল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাত্রদলের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেওয়ায় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

সরেজমিন দেখা যায়, টিএসসি, মধুর ক্যান্টিন, শহীদ মিনার চত্বর, ভিসি চত্বর ও পলাশীসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে উভয় দলের নেতাকর্মীরা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উভয়দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

মঙ্গলবার (২৩ মে) ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনার জের ধরে ছাত্রদলের ডাকা বিক্ষোভ কর্মসূচি ঘিরে এ উত্তেজনা সৃষ্টি হয়।