শিক্ষা

প্রশ্নপত্রে ভুল হওয়ায় কারিগরি বোর্ডের বাংলা প্রথম পত্রের এইচএসসি পরীক্ষা স্থগিত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রশ্নপত্রে মুদ্রণজনিত ভুলের কারণে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নতুন ও পুরাতন সিলেবাসের বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করেছে।

রোববার (৬ নভেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, বিএমটির বাংলা প্রথম পত্রের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে জানানো হবে। এই পরীক্ষায় ১ লাখ ২২ হাজার ৯৩১ শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। 

এর আগে গত ১৬ সেপ্টেম্বর এসএসসি'র বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নের পরীক্ষা স্থগিত করে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।