শিক্ষা

প্রবাসী শিক্ষার্থীদের পাসের হার বেড়েছে

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার এসএসসিতে পাসের হার ৮৭.৪৪ শতাংশ। আর প্রবাসী শিক্ষার্থীদের পাসের হার ৯৫.৮৭ শতাংশ। যা গেল বছর ছিল ৯৫ দশমিক ৬৭ শতাংশ।

সোমবার (২৮ নভেম্বর) গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলপ্রত্যাশীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও খুদেবার্তার মাধ্যমে ফল দেখতে পাচ্ছেন।

এবারের এসএসসি পরীক্ষায় আটটি কেন্দ্রে মোট প্রবাসী শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন ৩৬৩ জন। পাস করেছেন ৩৪৮ জন। পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন ১৫ জন। এ ছাড়া শতভাগ পাস করা প্রবাসী প্রতিষ্ঠান দুইটি।