শিক্ষা

পাসের হারে এগিয়ে মেয়েরা

২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় এইচএসসি ও সমমানের পরীক্ষার জিপিএ–৫ এবং পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।

এ বছর ছেলেদের পাসের হার ৮৪ দশমিক ৫৩ শতাংশ, আর মেয়েদের ৮৭ দশমিক ৪৮ শতাংশ। এছাড়া মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ৯৫ হাজার ৭২১ জন, অন্যদিকে ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ৮০ হাজার ৫৬১ জন। 

এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ কম পেয়েছে ১০ হাজার ৭৩২ জন। গতবার এ সংখ্যা ছিল ১ লাখ ৮৯ হাজার ১৬৯।

পড়ুন: উচ্চ মাধ্যমিকে পাসের হার ৮৫.৯৫ শতাংশ