শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ মঙ্গলবার (১৬ মে) থেকে শুরু হয়েছে। প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা। 

সকাল ১১টায় পরীক্ষা শুরুর কথা থাকলেও শাটল ট্রেনের ইঞ্জিন নষ্ট এবং রাস্তায় যানজটের কারণে শিক্ষার্থীদের পৌঁছাতে দেরি হওয়ায় ১৫ মিনিট পিছিয়ে পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১১টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে সোয়া ১২টায়। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে ক্যাম্পাসে ৩৫০ জন পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ও ৩০ জন অগ্নিনির্বাপক সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া রেলওয়ে পুলিশ ৩০ জন এবং বিশ্ববিদ্যালয় ১৩০ জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছেন। সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বরত আছেন। 

আজ প্রথম শিফটের পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থী। চার শিফটে অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ১৬ ও ১৭ মে অনুষ্ঠেয় ‘এ’ ইউনিটের পরীক্ষায় সর্বমোট অংশগ্রহণ করবে ৭৪ হাজার ৬৫৯ জন ভর্তি পরীক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বে ৬২ জন।

প্রতিদিন সকালের শিফটের পরীক্ষা শুরু হবে সকাল ১১টায় এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে বিকেল সাড়ে ৩টায়। তবে শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে পরীক্ষার ১৫ মিনিট আগে। এ বছর ভর্তি পরীক্ষা শুধু বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সর্বমোট ২ লাখ ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায়। আসন প্রতি লড়বেন ৪১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।