শিক্ষা

জাবিতে পিএইচডি প্রদানে রেকর্ড

ডেস্ক রিপোর্ট : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ৫৭জন পিএইচ.ডি গবেষককে তাদের দাখিলকৃত অভিসন্দর্ভের জন্য পিএইচ.ডি ডিগ্রি প্রদান করা হয়েছে। এক সঙ্গে ৫৭জনকে পিএইচ.ডি ডিগ্রি প্রদানের এটি একটি নতুন রেকর্ড। শিক্ষা ও গবেষণায় এটি বিশ্ববিদ্যালয়ের আকাঙ্খিত অগ্রযাত্রায় নতুন মাত্রা যুক্ত করেছে বলে রোববার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  একই সঙ্গে এই পিএইচডি ডিগ্রিপ্রাপ্তরা হলেন : শরীফ আশরাফউজ্জামান, মো. মনিরুজ্জামান, সাহাব উদ্দিন, ফারহানা আখতার, মো. আলী হোসেন, উম্মে  কুলসুম যাকিয়া সুমি, মনিরুজ্জামান, আবু রেজা আজাদ, স্বাধীন সেন,  এনায়েত বারী, মনিরুজ্জামান সরকার, শাহ আলম, কামরুল হক, তানভীর আহমেদ, শফিকুল ইসলাম, আরশাদ হোসেন, আশরাফ আলী, রিয়াদ সিদ্দিকী, আফরোজা বেগম, আসমা বেগম, মুজিবুর রহমান হাওলাদার, মুজিবুর রহমান, আবু নুর মো. আনিসুজ্জামান, শহীদুল ইসলাম, শরীফ আহমদ  চৌধুরী, আবদুল লতিফ, খালেকুজ্জামান, আওলাদ হোসেন, মোজাম্মেল হক, মোজাম্মেল হক খান, মোয়াজ্জাম হোসেন, রওনক আরা বেগম, আবদুর রৌফ, সালমা সুলতানা, সাইফুর রহমান, সনজিদা মুস্তাফী, ফারুক আহমদ, আনোয়ার হোসেন, শাহান শাহ খাঁন, সারোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, উৎপলেন্দু দেব,  আমিরুল ইসলাম, আ স ম হেলাল উদ্দীন আহম্মেদ সিদ্দিকী, ফেরদৌসি নূর, ভবেন্দ্র কুমার বিশ্বাস, সুশীল কুমার সাহা, রফিকুল হায়দার, কামাল হোসেন, মাহবুবা আক্তার, নাহিদ সুলতানা, ছাইফুল মালেক আনছারী, সৈয়দ মোয়াজ্জেম হুসেন, খালিদ কুদ্দুস, মাসুদ হোসেন, অনামিকা সাহা ও মাহমুদা মামুন।  সিন্ডিকেট সভায় গবেষকদের কাজ সুষ্ঠুভাবে তত্ত্বাবধানের জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়।                                          

রাইজিংবিডি/ঢাকা/২৫মে ২০১৪/টিপু