শিক্ষা

ঢাবি উপাচার্যের সঙ্গে ফ্রান্স একাডেমি প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি : ফ্রান্স একাডেমির বিশিষ্ট লেখক, বিজ্ঞানী এবং পরিবেশকর্মী ড. এরিক ওরসেনার নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার দুপুরে উপাচার্যের অফিসে তারা সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন -এ্যলিয়াস ফ্রঁসেস-এর পরিচালক অলিভিয়ার লিটভিন, তারাতারি শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইভেস মারে এবং ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের কালচারাল এটাচি এমিলি চাছাগনাড।এ সময় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ওয়াটার রিসোর্সেস  ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. উম্মে  কুলসুম নভেরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্স একাডেমির মধ্যে চলমান ‘পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা’-সংক্রান্ত যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া এ বিষয়ে যৌথভাবে আন্তর্জাতিক কর্মশালা, সেমিনার ও সম্মেলন আয়োজনের ব্যাপারেও  আলোচনা হয়।উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান।

 

রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৪/ইয়ামিন/রাসেল পারভেজ