আগামী ৩০ জুনের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, ‘‘বিসিএস পরীক্ষায় দীর্ঘসূত্রিতা নিরসন করে দ্রুত সময়ে প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছে পিএসসি। বর্তমানে ৪৪ থেকে ৪৭তম বিসিএস পরীক্ষার কার্যক্রম একসঙ্গে পরিচালনার কারণে কিছুটা সময় লাগছে।’’
এ সময় তিনি উল্লেখ করেন, বর্তমানে চারটি বিসিএস পরীক্ষার কার্যক্রম একযোগে চলমান রয়েছে।
পিএসসির সদস্য অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস জানান, প্রতি বছর অন্তত একটি বিসিএস পরীক্ষা সম্পন্ন করতে কাজ করছে কমিশন।
যুগোপযোগী সিলেবাস প্রণয়নের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।