৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে চাকরিপ্রার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা হবে। সময়সূচি পরিবর্তনের পরিকল্পনা আপাতত নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্দোলনকারী প্রার্থীদের দাবিকে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে পিএসসি। তবে, বর্তমানে কমিশন ৪৪, ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএসসহ নন-ক্যাডার নিয়োগের বিভিন্ন জট নিরসনে একটি সমন্বিত পরিকল্পনার মধ্যে কাজ করছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সময়মতো পরীক্ষা নেওয়াই এ পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য।
পিএসসি জানায়, বিসিএসসহ বড় বড় পরীক্ষার আয়োজন বড় চ্যালেঞ্জ—বিশেষ করে প্রশ্নপত্র ও উত্তরপত্র ছাপানো এবং পর্যাপ্ত পরীক্ষা কেন্দ্র নির্ধারণ। কমিশনের নিজস্ব অবকাঠামো না থাকায় এসব কার্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তা নিতে হয়। পরীক্ষার সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম, পাবলিক পরীক্ষা ও ছুটির বিষয়গুলো বিবেচনায় রেখে কেন্দ্র নির্ধারণ করা হয়ে থাকে, যা সময়সূচি পরিবর্তনকে আরো জটিল করে তোলে।
তবে, পিএসসি জানিয়েছে, যদি কোনো প্রার্থীর ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা একই দিনে পড়ে, সে ক্ষেত্রে মৌখিক পরীক্ষার জন্য বিকল্প তারিখ নির্ধারণ করে দেওয়া হবে। এজন্য সংশ্লিষ্ট প্রার্থীকে পিএসসিকে যথাযথভাবে অবহিত করতে হবে।