শিক্ষা

গবেষণার মাধ্যমে শিক্ষকতার উৎকর্ষ ঘটে : জাবির উপাচার্য

ডেস্ক রিপোর্ট : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম বলেছেন, গবেষণার মাধ্যমে শিক্ষকতার উৎকর্ষ ঘটে এবং শিক্ষা ও গবেষণার উৎকর্ষের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও পরিচিতি বৃদ্ধি পায়।

অধ্যাপক ফারজানা ইসলাম শনিবার বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের বার্ষিক সেমিনার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।উপাচার্য বলেন, ভালো মানের গবেষণার জন্য অর্থ বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে। কর্তৃপক্ষ অর্থ বৃদ্ধির ব্যাপারে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের। স্বাগত বক্তব্য রাখেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান। দিনব্যাপী সেমিনারে কলা ও মানবিকী অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করেন।  

 

রাইজিংবিডি/ঢাকা/১০ আগস্ট ২০১৪/টিপু/এএ