শিক্ষা

মাদ্রাসা বোর্ডে সেরা ১০

নিজস্ব প্রতিবেদক : মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিম পরীক্ষার পাসের হার ৯৪.০৮ যা গত বছর ছিল ৯১.৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৫ জন যা গত বছর ছিল ৬ হাজার ৯ জন।

 

মাদ্রাসা বোর্ডে আলিম পরীক্ষায় পর্যায়ক্রমে সেরা দশ মাদ্রাসা হলো: দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ডেমরা ঢাকা, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ব্রাঞ্চ, ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা ঝালকাঠি সদর, মকরা ডি এস এন ফাজিল মাদ্রাসা কুমিল্লা, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ী ঢাকা, সারশিনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা নেসারাবাদ পিরোজপুর, তুমচর এসই ফাজিল মাদ্রাসা লক্ষ্মীপুর সদর, ধাপ সাতগরা বাইতুল মুকাররাম কামিল মাদ্রাসা রংপুর সদর ও জামিয়া-ই-কাসমিয়া কামিল মাদ্রাসা নরসিংদী সদর।  

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৪/মিথুন/সনি