শিক্ষা

চট্টগ্রাম বোর্ডে সেরা ২০ কলেজ

রেজাউল করিম, চট্টগ্রাম : এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে ৮৮ দশমিক ৬০ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান অধিকার করেছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এই ৪৫ জনের মধ্যে ৪৩ জনই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ৮৭ দশমিক ২১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি কলেজ। ৮১ দশমিক ৮০ পয়েন্ট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ।শীর্ষ বিশের অন্য কলেজগুলো হলো (ক্রমানুসারে) হাজী মো. মহসিন কলেজ (৭৮ দশমিক ২০), চট্টগ্রাম পাবলিক স্কুল এন্ড কলেজ (৭৫ দশমিক ৮৬), ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ (৭২ দশমিক ২৯), ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ (৭১ দশমিক ৯৪), চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ (৭১ দশমিক ১৯), কক্সবাজার সরকারি কলেজ (৭০ দশমিক ১৮), চট্টগ্রাম নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ (৬৯ দশমিক ৫২), চট্টগ্রাম সরকারি সিটি কলেজ (৬৭ দশমিক ৭৪), বিএএফ শাহীন কলেজ (৬৬ দশমিক ৫৪), কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ (৬৫ দশমিক ৪৬), বাংলাদেশ মহিলা সমিতি বালিকা স্কুল এন্ড কলেজ (৬৫ দশমিক ৪৪), হাজেরা তজু ডিগ্রি কলেজ (৬৪ দশমিক ৬৮), আগ্রাবাদ মহিলা কলেজ (৬৪ দশমিক ৪৯), পটিয়া সরকারি কলেজ (৬৩ দশমিক ৮০), চট্টগ্রাম বিজ্ঞান কলেজ (৬১ দশমিক ৯৪), চট্টগ্রাম মহিলা কলেজ (৬১ দশমিক ৬৮), চট্টগ্রাম চুয়েট স্কুল এন্ড কলেজ (৬০ দশমিক ৮৯)। পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সেরা ২০ কলেজ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পিযূষ কান্তি দত্ত।যে ৫টি মানদণ্ডে ফলাফল বিচারে শীর্ষ ২০ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করা হয় সেগুলো হলো- প্রতিষ্ঠানে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, মোট পরীক্ষার্থীর শতকরা পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা, জিপিএ’র গড় এবং প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থীর মোট পয়েন্ট।

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১৩ আগস্ট ২০১৪/রেজাউল করিম/বকুল