শিক্ষা

হাবিপ্রবিতে ১টি অনুষদ ও ৬টি বিভাগ চালু

দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদ নামে নতুন একটি অনুষদ ও ছয়টি বিভাগ চালু করা হচ্ছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৩৫তম একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

 

নতুন বিভাগগুলো হলো বিজ্ঞান অনুষদের আওতায় রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, গণিত ও পরিসংখ্যানে বিএসসি অনার্স ডিগ্রি। ইঞ্জিনিয়ারিং অনুষদের আওতায় সিভিল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি অনার্স এবং বিজনেস স্টাডিজের আওতায় অর্থনীতিতে অনার্স ডিগ্রি। চলতি শিক্ষাবর্ষ হতে এসব ডিগ্রির অধীনে শিক্ষার্থী ভর্তিসহ পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম শুরু করা হবে।

 

এ ব্যাপারে ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহল আমিন বলেন, দেশে মৌলিক বিজ্ঞান শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য এবং শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে এ ডিগ্রিগুলো চালু করা হয়েছে।

 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. বলরাম রায় জানান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদ ও এর অধীনে বিজ্ঞানের এসব ডিগ্রি চালু করায় এ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে পূর্ণতা পেল।

   

রাইজিংবিডি/দিনাজপুর/১৪ আগস্ট ২০১৪/সুলতান মাহমুদ/বকুল