শিক্ষা

স্কুলে ভর্তি লটারিতে আবেদন শুরু ২১ নভেম্বর

এবারো সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি হবে লটারির মাধ্যমে। আগামী ২১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। আগামী ১৪ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে।

সোমবার (১০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাউশির ভর্তি শাখার পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, অনলাইন প্রক্রিয়া ও ডিজিটাল লটারির কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক।

তিনি জানান, ১২ থেকে ১৯ নভেম্বরের মধ্যে স্কুলগুলোর প্রধান শিক্ষকরা শূন্যপদের তথ্য সফটওয়্যারে আপলোড করবেন। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি চলবে ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত। পাশাপাশি দুটি অপেক্ষমাণ তালিকা থেকেও শিক্ষার্থী ভর্তির সুযোগ থাকবে।