শিক্ষা

৪৮তম বিসিএস থেকে ৩ হাজার ২৬৩ জনকে নিয়োগ

৪৮তম (বিশেষ) বিসিএসের মাধ্যমে ৩ হাজার ২৬৩ জনকে বিভিন্ন ক্যাডারের পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্যাডারে দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্তদের যোগদান ও পদায়নসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তর থেকে পরবর্তীতে জানানো হবে।