নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও পূনর্মিলন উৎসব শুক্রবার ও শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিশেষ অতিথি থাকবেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি ওবায়দুল হাসান, সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের, মোস্তফা জামান ইসলাম, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, রেবেকা মমিন এমপি, ছবি বিশ্বাস এমপি, ওয়ারেসাত হোসেন বেলাল এমপি, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু এমপি, বেগম লুৎফা তাহের এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল ও উপ সম্পাদক শফী আহমেদ।
দুই দিনব্যাপী উৎসব উদ্বোধন করবেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সভাপতিত্ব করবেন নেত্রকোনা জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার।
আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন কমিটির সভাপতি জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার জানান, দুই দিনব্যাপী উৎসবকে বর্ণিল ও সাফল্যমণ্ডিত করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিদ্যালয়কে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে, করা হয়েছে ব্যাপক আলোকসজ্জা। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হবে, কেক কাটা, চিত্রাংকণ প্রতিযোগিতা, কবিতা, কৌতুক পরিবেশনা, প্রাক্তন শিক্ষকদের সন্মাননা প্রদান, স্মৃতিচারণ, খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
রাইজিংবিডি/নেত্রকোনা/২৬ ডিসেম্বর ২০১৪/ইকবাল হাসান/রুহুল