বিনোদন প্রতিবেদক : শ্বাসরুদ্ধকর অভিযানের গল্প নিয়ে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক তিন গোয়েন্দার নতুন ভলিউম গেল কোথায়। রকিব হাসানের পাঠকপ্রিয় কিশোর থ্রিলার ‘তিন গোয়েন্দা’ অবলম্বনে কাহিনি বিন্যাস ও নাট্যরূপ দিয়েছেন মাজহারুল হক পিন্টু। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবুল হোসেন খোকন। নাটকের গল্পে দেখা যাবে- নরসিংপুর তিন গোয়েন্দা ক্লাবের আমন্ত্রণে হাজির হন কিশোর, মুসা, রবিন। এখানে এসে নাদিয়ার জন্মদিনের পার্টিতে যোগ দেয় তারা। জন্মদিনের পার্টিতে নানারকম রহস্যময় কর্মকান্ড শুরু হয়। হঠাৎ নিখোঁজ হয় জিসানের বাবা-মা। বনের ভেতর থেকে ভয়ঙ্কর সব ভৌতিক শব্দ আসতে থাকে। প্রতিবেশীদের আচরণেও ভৌতিক বিষয় লক্ষ্য করা যায়। এ রহস্যভেদ করতে বনের ভেতর ঢুকে তিন গোয়েন্দা। এমন গল্প নিয়ে এগিয়ে গেছে নতুন এ ভলিউমের কাহিনি।
রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৫/শান্ত