বিনোদন

জেনিফাকে অপহরণ করলেন মিশা সওদাগর!

রাহাত সাইফুল : বিভিন্ন কারণে আরিফিন শুভর সঙ্গে মিশা সওদাগরের শত্রুতা। এ জন্যে শুভ-জেনিফার প্রেম মেনে নিতে পারছেন না মিশা। প্রতিশোধ পরায়ন হয়ে মিশা সওদাগর তার গুন্ডাবাহিনি দিয়ে শুভকে মারধোর করে। এর পর হেলিকাপ্টারে করে জেনিফাকে অপহরণ করেন তিনি। আশিকুর রহমান পরিচালিত মুসাফির সিনেমার এমনই একটি দৃশ্যধারণ চলছে গাজীপুরে।

নির্মাতা সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল থেকে এ সিসেমার দ্বিতীয় লটের শুটিং করছেন। দ্বিতীয় লটের শুটিং ২৯ এপ্রিল পর্যন্ত চলবে বলে নির্মাতা সূত্রে জানান। এর আগে গত ২৩ মার্চ থেকে সিনেমাটির প্রথম লটের শুটিং শুরু হয়েছে।

সিনেমা প্রসঙ্গে এ সিনেমার নায়িকা মারজান জেনিফা রাইজিংবিডিকে বলেন, ‘প্রথম বারেরমত চলচ্চিত্রে কাজ করছি। এ সিনেমার পরিচালক আশিক ভাই কাজের ক্ষেত্রে অনেক হেল্প করছে। এ ছাড়া শুটিং ইউনিটের সাবাই অনেক ভালো, খুব মজা করে কাজ করছি।

তিনি আরও বলেন, ‘আমি আমার সবটুকু মেধা দিয়ে এ সিনেমায় অভিনয় করছি। আশা করছি, দর্শক আমাকে ভালোভাবে নিবেন।’

পারসেপচুয়াল পিকচার্স এর ব্যানারে নির্মাণাধীন সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন পরিচালক নিজেই। এ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন আরেফিন শুভ ও মারজান জেনিফা। এতে আরো অভিনয় করছেন টাইগার রবি, শিমুল খান, সিন্ডি রোলিং ও রেবেকা।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন নাভেদ ও আশিকুজ্জামান অপু। লোগো ও পোস্টার ডিজাইন করছেন সাজ্জাদুল ইসলাম সায়েম।

গত ২০ মার্চ বিএফডিসিতে জহির রায়হান কালার ল্যাব ভিআইপি অডিটোরিয়ামে এর মহরত অনুষ্ঠিত হয়।

 

রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৫/রাহাত/রাশেদ শাওন