বিনোদন

প্রথমবার ফেরদৌস-মিম

রাহাত সাইফুল : জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী, মডেল বিদ্যা সিনহা মিম ২৯ এপ্রিল সিলেট যাচ্ছেন। নতুন একটি আবাসন কোম্পানির বিজ্ঞাপনচিত্রের শুটিং করতেই তারা সিলেট যাচ্ছেন। আর এর মধ্য দিয়ে এই প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রে জুটি বাঁধছেন ফেরদৌস-মিম। আবাসন কোম্পানির বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করবেন রিপন নাগ।

এ প্রসঙ্গে ফেরদৌস রাইজিংবিডিকে বলেন, ‘২৯ এপ্রিল বিজ্ঞাপনের শুটিং করতে সিলেট যাচ্ছি। এটি একটি নতুন আবাসন কোম্পানির বিজ্ঞাপন। প্রথমবারের মতো আমি ও মিম এক সঙ্গে বিজ্ঞাপনে কাজ করছি। আশা করছি কাজটি ভালো হবে। এছাড়া আর. এফ. এল-এর বিজ্ঞাপনের কাজ করব শিগগির-ই।

ফেরদৌস অভিনীত সর্বশেষ এক কাপ চা এবং চার অক্ষরের ভালোবাসা সিনেমা দুটি মুক্তি পেয়েছে।

এদিকে বিদ্যা সিনহা মিম সম্প্রতি ওয়াজেদ আলী সুমনের সুইট হার্ট সিনেমার শুটিং করেছেন।

 

রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৫/রাহাত/রাশেদ শাওন