বিনোদন

রিজভীর কথায় দুই বাংলার ৮ কণ্ঠশিল্পী

বিনোদন প্রতিবেদক : নাট্যকার ও গীতিকার রেজাউর রহমান রিজভীর কথায় কণ্ঠ দিলেন দুই বাংলার ৮ জনপ্রিয় কণ্ঠশিল্পী। চাই তোকে, স্বপ্নতরী ও চাইলে তুমি শিরোনামের তিনটি অ্যালবাম সম্প্রতি প্রকাশিত হয়েছে। এ অ্যালবামগুলোতে স্থান পেয়েছে রিজভীর এ গানগুলো। রাকিব মোসাব্বিরের ফিচারিংয়ে ‘জানি এ মনে তুমি-১’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন কলকাতার তন্ময় দাস ও গোপিকা গোস্বামী। ‘জানি এ মনে তুমি-২’ গেয়েছেন রূপক তেওয়ারি, ‘নাটাই ঘুড়ি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন কামরুল ইসলাম।জুয়েল মোর্শেদ ফিচারিংয়ে ‘ভুলের খেয়া’ গানটি গেয়েছেন- সোমচন্দা ও দিপু। জাহিদ বাশার পঙ্গজের ফিচারিংয়ে ‘চোখের ইশারায়’ শিরোনামের গানটি গেয়েছেন তানজিনা করিম স্বরলিপি ও মোহাম্মদ মিলন।  এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘এবারই প্রথম আমার লেখা গান দুই বাংলার এতোজন কণ্ঠশিল্পী একসঙ্গে গাইলেন। প্রতিটি গানই বেশ ভালো হয়েছে। গানের সুর ও শিল্পীদের গায়কী সহজেই শ্রোতাদের আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস।’ লেজারভিশন ও সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হয়েছে এ অ্যালবামগুলো।

   

রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৫/শান্ত