বিনোদন

আবারও ‘গণ্ডার’ নিয়ে নাট্যশালায় প্রাচ্যনাট

মোখলেছুর রহমান : দীর্ঘ বিরতির পর জাতীয় নাট্যশালায় আবার মঞ্চস্থ হতে যাচ্ছে দেশের প্রথম সারির নাটকের দল ‘প্রাচ্যনাট’-এর দর্শকনন্দিত নাটক গণ্ডার। আগামী ৩০ মে জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চায়িত হবে।

 

ফরাসি নাট্যকার ইউজিন ইওনেস্ক রচিত ‘রাইনসরাস’-এর মূল গল্প থেকে নাটকটি অনুবাদ করেছেন জহিরুল হক এবং নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।

 

প্রাচ্যনাট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর এই নাটকে আবার নতুন করে দেখা যাবে আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ প্রমুখকে। এ ছাড়া নাটকটিতে আরো অভিনয় করেছেন মনিরুল ইসলাম, ঋতু সাত্তার, সাইফুল ইসলাম জার্নাল, কাজী রাজেশ, বিলকিস জাহান জবা, মো. রফিক, ফরহাদ হামিদ, আল আমিন খন্দকার, প্রজ্ঞাসহ আরো অনেকে।

 

নাটকটির মঞ্চ এবং আলোক পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম। পোশাক পরিকল্পনা করেছেন তৌফিকুল ইসলাম ইমন এবং সংগীত পরিকল্পনা করেছেন রাহুল আনন্দ।

     

রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৫/ফিরোজ/এএন