বিনোদন

মৌমাছিদের দেখভালে মর্গান

বিনোদন ডেস্ক : প্রখ্যাত হলিউড অভিনেতা মর্গান ফ্রিম্যান তার সংরক্ষণমূলক মনোভাব, আচার-আচরণ, কর্তৃত্বমূলক কণ্ঠ ও বাচনভঙ্গির জন্য বেশি পরিচিত। মর্গান ফ্রিম্যান যখন তার সেই সুবিখ্যাত কন্ঠে বলে ওঠেন কেন মৌমাছিদের বাঁচানোর জন্যে এখনই উদ্যোগ নেওয়া উচিত, তখন সারা বিশ্ব নড়ে চড়ে বসে।

 

তবে শুধুমাত্র মৌমাছি সংরক্ষণ নিয়ে কথা বলেই থেমে থাকেননি মর্গান ফ্রিম্যান। বরং মিসিসিপি-তে তার ১২৪ একর খামারবাড়িটিকে মৌমাছিদের থাকার উপযোগী করে তৈরি করেছেন। মৌমাছি দেখভাল করতে করতেই দিন কেটে যায় এখন তার। তাদের চিনি ও পানি খাওয়ানো, সবই মর্গান করেন নিজে হাতেই। এই কাজে তাকে সাহায্য করেন তার মালী।

 

খামারবাড়ির বিশাল এলাকা জুড়ে ক্লোভার, ল্যাভেন্ডার ও ম্যাগনোলিয়ার মতো গাছ লাগিয়েছেন তিনি, যাতে মৌমাছিরা আকৃষ্ট হয়।

 

ফ্রিম্যান জানিয়েছেন, মৌমাছিদের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। আর তাতেই তিনি দুশ্চিন্তায় আছেন। আর সেই কারণেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। তিনি বলেন, পৃথিবীর অস্তিত্ব বজায় রাখার জন্যেই মৌমাছি বাঁচানোর উদ্যোগ নেওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব।

     

রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৫/ফিরোজ