বিনোদন

কলকাতায় আজাদের ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’

আমিনুল ই শান্ত : কলকাতার ‘ব্রাত্যজন আন্তর্জাতিক নাট্যোৎসবে’ প্রদর্শিত হবে প্রাচ্যনাটের প্রযোজনা ট্র্যাজেডি পলাশবাড়ি। কালিন্দী ব্রাত্যজন নাট্যোৎসবের আমন্ত্রণে কলকাতা যাচ্ছে প্রাচ্যনাট। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।ইতোমধ্যে উৎসবটি শুরু হয়েছে। ১০ জুন ট্র্যাজেডি পলাশবাড়ি নাটকের মঞ্চায়নের মাধ্যমে পর্দা নামবে এ উৎসবের। এবারই প্রথম এ প্রযোজনা নিয়ে দেশের বাইরে যাচ্ছে প্রাচ্যনাট। এ উৎসবে যোগ দিতে ৮ জুন রাতে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এ দলটি। এ তথ্য রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন নির্দেশক আজাদ আবুল কালাম।নাটকরে গল্প প্রসঙ্গে নির্দেশক বলেন, ‘২০০৫ সালের ১১ এপ্রিল গভীর রাতে সাভারের পলাশবাড়িতে ধ্বসে পড়ে স্পেকট্রাম সোয়েটার অ্যান্ড নিটিং ফ্যাক্টরি। সে সময় ফ্যাক্টরিতে রাতের  

রাইজিংবিডি/ঢাকা/৩ জুন ২০১৫/শান্ত