বিনোদন

চার নায়িকার হাই ভোল্টেজ ঈদ

রাহাত সাইফুল : ইতোমধ্যে ঈদের হাওয়া লেগেছে শোবিজ অঙ্গনে। সঙ্গত কারণে শোবিজ অঙ্গনের তারকারাও বেশ ফুরফুরে মেজাজে আছেন। তবে এবার ঢাকাই চলচ্চিত্রের চার কন্যার আনন্দটা একটু বেশি। কারণ ঈদুল ফিতরে তাদের অভিনীত সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। তাই চলচ্চিত্র বোদ্ধারা মনে করছেন- অপু বিশ্বাস, মাহিয়া মাহি, পরীমনি ও বিদ্যা সিনহা মিমের ঈদটা হবে হাই ভোল্টেজের।

চিত্রনায়িকা পরীমিনি : লাস্যময়ী পরীমনি। এই প্রথমবারের মতো পরী অভিনীত সিনেমা ঈদে মুক্তি পেতে যাচ্ছে। তাও আবার দেশ সেরা নায়ক শাকিব খানের বিপরীতে। সিনেমাটি পরিচালনা করেছেন- এস এ হক অলিক। ফলে বলাই যেতে পারে, তার ঈদের আনন্দটা হবে হাই ভোল্টেজের। পরীমনি অভিনীত চলচ্চিত্র মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। ইতোমধ্যে ঢাকাই সিনেমায় শক্ত অবস্থানও করে নিয়েছেন তিনি। শাহ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এর পর নজরুল ইসলাম খান পরিচালিত রানা প্লাজা  সিনেমায় অভিনয় করে চলচ্চিত্র সংশ্লিষ্টদের চোখে পড়েন এ অভিনেত্রী। এরপর একে একে আরো কিছু সিনেমায় কাজ করেছেন তিনি। তার অভিনীত বেশ কয়েকটি সিনেমার ‘মেকিং’ শেষে মুক্তির অপেক্ষায় দিন গুনছে।

এ বছরের শুরুতে ভালোবাসা সীমাহীন সিনেমাটি মুক্তি পায়। এরপর পাগলা দিওয়ানা সিনেমাটি মুক্তি পায়। পরীমনি দেশ সেরা নায়ক শাকিব খানসহ সাইমন, বাপ্পী, জায়েদ খান, শাহরিয়াজদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। পরীমনি অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- ভালোবাসা সীমাহীন, রানা প্লাজা, মনজুড়ে তুই, পুড়ে যায় মন, মন জানে না মনের ঠিকানা, লাভার নাম্বার ওয়ান, ধূমকেতু, নগর মাস্তান, মহুয়া সুন্দরী’, ইনোসেন্ট লাভসহ আরো বেশ কয়েকটি সিনেমা। মাহিয়া মাহি : মিষ্টি হাসির মেয়ে মাহিয়া মাহি। এবারের ঈদের সর্বাধিক আলোচিত সিনেমা অগ্নি-টু। বিগ বাজেটের এ সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার ওম। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। এটি পরিচালনা করেছেন বাংলাদেশের ইফতেখার চৌধুরী ও ভারতের হিমাংশু।

বাংলা চলচ্চিত্রের বর্তমানের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত শাহিন-সুমনের ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এর পর অন্যরকম ভালোবাসা, পোড়ামন, ভালোবাসা আজকাল, তবুও ভালোবাসি, কি দারুন দেখতে, অগ্নি, দবির সাহেবের সংসার, দেশা দ্য লিডার, অনেক সাধের ময়নাসহ বেশ কিছু ব্যবসা সফল সিনেমায় তিনি অভিনয় করেন।

বিদ্যা সিনহা মিম : লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা মিম। বিগ বাজেটে নির্মিত পদ্ম পাতার জল শিরোনামের সিনেমাটি আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করেছেন ইমন। সিনেমাটি পরিচালনা করেছে তন্ময় তানসেন।

বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে তার চলচিত্রে অভিষেক হয়। আমার প্রাণের প্রিয়া, আমার মন বলে তুমি আসবে, জোনাকির আলো, কানামাছি, তারকাটা, সিনেমায় তিনি অভিনয় করেন। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে সুইটহার্ট সিনেমাটি।

অপু বিশ্বাস : চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত সিনেমা বেশ কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে ঈদে মুক্তি পাচ্ছে। আসছে ঈদেও তার অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে। কয়েক বছর ধরে অপুর অভিনীত একাধিক সিনেমা মুক্তি পেয়ে থাকে। সে তুলনায় এবারের ঈদে অপুর সময়টা কিছুটা মন্দা যাচ্ছে।২০০৪ সালে আমজাদ হোসেনের কাল সকালে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন অপু। ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন সিনেমায় প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস বেশিরভাগ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। মজার ব্যাপার হলো- অপু বিশ্বাস অভিনীত ৫০টি সিনেমার মধ্যে ৪০টিতেই তিনি অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে। অপু অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- পিতার আসন,  চাচ্চু, দাদি মা, মিয়া বাড়ির চাকর, জন্ম তোমার জন্য, মায়ের হাতে বেহেশতের চাবি প্রভৃতি।

   

রাইজিংবিডি/ঢাকা/৪ জুলাই ২০১৫/রাহাত/শান্ত