বিনোদন

জাহিদ হাসানের ‘ফরমাল-ইন অ্যাকশন’

বিনোদন প্রতিবেদক : নাট্যনির্মাতা মাসুদ সেজানের জনপ্রিয় সিকুয়্যাল নাটক ফরমাল-ইন। এ নাটকের জনপ্রিয়তার কারণে সম্প্রতি নির্মিত হয়েছে ৬ পর্বের ধারাবাহিক নাটক ফরমাল-ইন অ্যাকশন।নাটকের গল্পে দেখা যাবে, বাবু ভাই একটি ভালো কাজ করতে গিয়ে কিছু খারাপ মানুষের ষড়যন্ত্রের শিকার হয়েছে। প্রাণনাশের হুমকি মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছে সে। ঠিক সেই মুহুর্তে বাবু ভাইয়ের পুরনো প্রেমের ঘটনাকে কেন্দ্র করে বউ ডেইজির সঙ্গে মনোমালিন্য তৈরি হয়। একদিকে শীর্ষ সন্ত্রাসী বকরি বাদলের আতঙ্ক, অন্যদিকে গোপন প্রেম নিয়ে দিশেহারা বাবু। বকরি বাদলের হাত থেকে বাঁচার জন্য কি আরেক শীর্ষ সন্ত্রাসী কানা মিজান কি তাকে সহযোগিতা করবে? নাকি বউকে ম্যানেজ করার জন্য তার বিশেষ শিক্ষক দিলশাদ আপার সাহায্য নিবেন। এমন নানা ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে গেছে এ নাটকের গল্প। এমনটাই জানিয়েছেন নির্মাতা মাসুদ সেজান। এ নাটকের বাবু চরিত্রে অভিনয় করেছেন- জাহিদ হাসান। ডেইজি চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা নিপুনকে। এ ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ডা. এজাজ, শামীমা নাজনীন, তারিক স্বপন, মুকুল সিরাজ, সাজ্জাদ রেজা, রিমি করিম, মিলন ভট্টাচার্য্য, নুর আলম নয়ন, হায়দার কবীর মিথুন, সহিদ উন নবী, সুজন রেজাউল প্রমুখ।এ প্রসঙ্গে নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজান বলেন, আমার ফরমাল-ইন সিরিজটি ইতোমধ্যেই বেশ আলোচিত ও জনপ্রিয় হয়েছে। দর্শকের আগ্রহের কারণে এবারও এর সিকুয়্যাল তৈরি করেছি। আশা করি, ফরমাল-ইন ও ফরমাল-ইন প্লাস’র পর  ফরমাল-ইন অ্যাকশনও দর্শক ভালোভাবে গ্রহণ করবেন।’ঈদুল ফিতরের প্রথম দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত রাত ১১টা ৫মিনিটে আরটিভিতে প্রচারিত হবে এ নাটক।

রাইজিংবিডি/ঢাকা/৫ জুলাই ২০১৫/শান্ত