বিনোদন

ঈদের দুই নাটকে আমিনুল হক

বিনোদন ডেস্ক : এবারের ঈদে জন্য নির্মিত দুটি নাটকে অভিনয় করেছেন অভিনেতা আমিনুল হক। এর একটি আজিজুর রহমান পরিচালিত ঘুঘুর বাসা, অন্যটি পাশা খান পরিচালিত নেকাব আলীর সংসার।

 

ঘুঘুর বাসা নাটকে তিনি অভিনয় করেছেন একজন রিক্সাচালকের চরিত্রে। প্রতিদিন একটি ঘুঘুর বাসা তার চোখে পড়ে। কিন্তু কোনোদিন সেখানে কোনো ঘুঘু দেখা যায় না। একদিন কৌতুহল বশে তিনি দেখতে যান কী আছে সেই ঘুঘুর বাসায়। সেখানে আবিষ্কার করেন এক মহা বিশ্বয়। এই আবিষ্কার তাকে পৌঁছে দেয় অন্যরকম এক জগতে।

 

অন্য নাটকটিতে নেকাব আলী একজন অন্ধ ফকির। অনেক কষ্ট করে সংসার চলে তার। আবার এরই মাঝে দুই দুইটি বিয়ে করেছেন তিনি। একেতো অন্ধ, তার ওপর দুই বউয়ের চুলোচুলিতে মহা বিপর্যস্থ নেকাব আলী। একদিন স্বপ্নে তার কাছে আসে এক অদ্ভুত জ্বিন। ফিরিয়ে দেয় তার চোখের আলো। নেকাব আলী বুঝতে দেয় না তার বৌদের এটা। গোপনে দেখতে থাকে তাদের কর্মকান্ড। নেকাব আলীর সেই অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে এগিয়ে গেছে নাটক নেকাব আলীর সংসার।

 

দুটি নাটকেরই মূল চরিত্রে অভিনয় করেছেন আমিনুল। অভিনয় প্রসঙ্গে আমিনুল হক বলেন, নাটকের সংখ্যা বাড়ানোর চাইতে গুণগত মান বজায় রাখার পক্ষপাতি তিনি।

     

রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৫/রাশেদ শাওন/ফিরোজ