বিনোদন

সানি লিওনের ছবি মানুষকে উত্তেজিত করে!

বিনোদন ডেস্ক : এমনিতেই সানি লিওনের যে কোনো বির্তকিত প্রসঙ্গে তিনি চুপ করে থাকতে পারেন। এর আগেও এমন নজির রয়েছে। এবার এমন একটি বিষয় নিয়ে সানির নাম জড়িয়ে ভারত জুড়ে বিতর্কের ঝড় উঠেছে যা নিয়ে কথা বললে নিজের পক্ষে সাফাই গাওয়ার লোকের অভাব হবে না রাখী সাওয়ান্তের। এই সুযোগটা মোটেও হাত ছাড়া করতে চাননি তিনি। কেননা বলিউডে সানিকে নিয়ে আপত্তি সব থেকে বেশি রাখীর। সত্যি কথা বলতে সানি আর রাখী মানেই সাপে-নেঁউলের লড়াই।

ঘটনা এমন রাখীকে নিয়ে কোনো আপত্তি নেই সানির। তবে সাবেক এ পর্নো তারকা বলিউডে থাকুক এটা চান না রাখী। জন্মনিয়ন্ত্রক একটি পণ্যের বিজ্ঞাপন নিয়ে সানিকে ঘিরে অশ্লীলতা ছড়ানোর যে অভিযোগ উঠেছে সেই আগুনে ঘি ঢাললেন রাখী।

মোক্ষম সময়কে হাত ছাড়া না করে কৌশলে সানিকে দেশ ছাড়তে বললেন রাখী।

কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে করা মন্তব্যে রাখী, সানি লিওনের উদ্দেশ্যে বলেন, ‘কন্ডোমের বিজ্ঞাপন সামাজিক সচেতনতার বিষয়। এ নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু, সানি লিওনের সিনেমা মানুষকে উত্তেজিত করে। ফলে যা হওয়ার তাই হচ্ছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব সানিকে ভারত থেকে বিতারিত করা উচিত।’

সরাসরি না বললেও সানিকে উত্তেজক হিসেবে চিহ্নিত করলেন রাখী। আর সেই কারণেকে সামনে এনে ভারত থেকে তাকে বিতাড়িত করার দাবিকে আরো সামনে টেনে আনলেন।

 

বর্তমানে এক কাহানি জুলি কি-তে ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন রাখী সাওয়ান্ত।

   

রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৫/রাশেদ শাওন/মারুফ