রাহাত সাইফুল : চিত্রনায়ক সাইমন সাদিক অভিনীত সিনেমা ষোলআনা প্রেম। সিনেমাটি ২০১৪ সালের মে মাসে শুটিং শুরু করলেও এতদিন নানা জটিলতায় থেমে ছিল এর শুটিং। আজ সোমবার থেকে রাজধানী আগারগার জাতীয় গ্রন্থগারে এ সিনেমার শেষ লটের শুটিং শুরু হয়েছে। এ লটে চার দিনের শুটিং করলেই সিনেমার ক্যামেরা ক্লোজ করা হবে বলে জানিয়েছন নির্মাতা বিদ্যুৎ।এ প্রসঙ্গে চিত্রনায়ক সাইমন রাইজিংবিডিকে বলেন, ‘সিনেমাটির শুটিং শেষের পথে। চারদিন শুটিং করলেই সিনেমার শুটিং শেষ হবে। আজ জাতীয় গ্রন্থগারে শুটিং করছি। এ ছাড়া ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণ করা হবে।’মিথি ফিল্মসের প্রযোজনায় এ সিনেমায় চিত্রনায়ক সাইমনের বিপরীতে অভিনয় করছেন নবাগত নায়িকা তানিয়া ও নির্জন। এছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াত, আলেকজান্ডার বো, মিজু আহমেদ, রেবেকা, নাজমা প্রমুখ।এ সিনেমায় গান থাকছে মোট পাঁচটি। গান লিখেছেন সুদীপ কুমার দীপ ও মুন্সী ওয়াদুদ। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন অমিত চার্টাজী। নৃত্য পরিচালনা করেছেন হাবিব ও জাকির।
রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৫/রাহাত সাইফুল/আমিনুল ই শান্ত