আমিনুল ই শান্ত : এ সময়ের জনপ্রিয় নাট্যাভিনেতা সোহেল খান। ঈদুল আজহাকে সামনে রেখে শুটিংয়ের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেতা। এ ঈদে তার অভিনীত একটি সিনেমাসহ মোট ১৪টি নাটক, টেলিফিল্ম বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি ঈদের জন্য নির্মিত বঙ্গত শিরোনামের টেলিছবির শুটিং শেষ করেছেন সোহেল খান। রাজিব হাসানের রচনা ও পরিচালনায় এ টেলিছবিতে সোহেল খানকে রাজার চরিত্রে দেখা যাবে। এ ছাড়াও এতে আরো অভিনয় করেছেন মৌসুমী হামিদ, সাজ্জা, প্রণব প্রমুখ। ভিন্ন ঘরনার এ নাটকের শুটিং বান্দরবানে সম্পন্ন হয়েছে। এ নাটকের চরিত্র প্রসঙ্গে সোহেল খান রাইজিংবিডিকে বলেন, ‘এ নাটকে আমি একজন রাজার চরিত্রে অভিনয় করেছি। আমার একটি মেয়ে থাকে। মেয়েটিকে আমি অনেক ভালোবাসি। তাই মেয়েকে আমি বলি, তোর মা কোনো ছেলে সন্তান রেখে যায়নি। তুই আমার ছেলে। এই রাজ্য তুই শাসন করবি। সেনাপতি এ কথা শোনার পর সঙ্গে সঙ্গে আমাকে হত্যা করে।’ একটি বিয়ের কার্ডকে কেন্দ্র করে গড়ে উঠেছে নিমন্ত্রণ রইল সবার শিরোনামের টেলিফিল্মের গল্প। ইশতিয়াক আহমেদ রুমলের রচনা ও পরিচালনা এ টেলিফিল্মে বাবার চরিত্রে দেখা যাবে সোহেল খানকে। এছাড়াও এতে অভিনয় করেছেন- মেহজাবীন, প্রিয়ন্তি, সাজ্জাদ প্রমুখ। টেলিফিল্মটি চ্যানেল আইতে সম্প্রচারিত হবে। আরিফুল রহমানের হাঙ্গামা শিরেনামের আরেকটি নাটকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এতে সোহেল খান ছাড়াও অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, ইভানা, মিথিলা, নীলা প্রমুখ। বর্তমান সময়ের নাটক প্রসঙ্গে সোহেল খান রাইজিংবিডিকে বলেন, ‘নাটকের কাজ নিয়ে যতটা সন্তুষ্ট তার চেয়ে বেশি বিরক্ত নাটক প্রচারের সময় অতিরিক্ত বিজ্ঞাপন প্রচার নিয়ে। বিজ্ঞাপনের মাত্রা এত বেশি যে নাটক দেখতে গেলে নিজেরই বিরক্ত লাগে।’এ ছাড়াও আরো কিছু একক নাটক, ৬ পবের ধারাবাহিক ও টেলিফিল্মে কাজ করেছেন সোহেল খান। যা আরটিভি, মাছরাঙা, বিটিভি, এনটিভি, এটিএন বাংলায় প্রচারিত হবে। আপাতত সিনেমার কাজ থেকে বিরত রয়েছেন এ অভিনেতা। তবে ঈদের পর আরো ৪টি ধারাবাহিকের কাজ শুরু করবেন। এরই মধ্যে কিছু ধারাবাহিকের কথা ফাইনাল হয়েছে। তাছাড় ঈদের পর একটি বিজ্ঞাপনের কাজও শুরু করবেন বলে জানান তিনি।
রাইজিংবিডি/ঢাকা/২১ সেপ্টেম্বর ২০১৫/আমিনুল ই শান্ত