বিনোদন ডেস্ক : ‘পৃথিবী ধ্বংস হলো, শুধু আমি বেঁচে রইলাম। তবুও দরজায় কে যেন আঘাত করলো।’- ফ্রেড্রিক ব্রাউন নামের এক বিখ্যাত লেখকের ‘knock’ নামের ছোট গল্পটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ছোট গল্প হিসেবে স্থান পেয়েছে, কথাটা কমবেশি সকলেই জানে।
শুধু এমন গল্পই নয়, ভুতের ধারণা নিয়ে যুগে যুগে উপন্যাস, নাটক-সিনেমার জন্ম হয়েছে বহু। বিজ্ঞানের উন্নতির ফলে মানুষ অনেক আধুনিক হয়েছে। তবুও মানুষের মন থেকে ভুতের ধারণা একেবারে মুছে ফেলতে পারেনি। মানুষ ভুত বলতে শুধু ভয় বুঝে থাকে। যদি কেউ এই ভুতের প্রেমেই পড়ে থাকে, তাহলে ঘটনাটা কী হতে পারে?
ইরানী বিশ্বাসের রচনা ও পরিচালনায় এমনই একটা হাসির নাটক ভুতের সাথে প্রেম। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আগুন, মেহেজাবীন, সনি রহমান, ফাহমিদা, আফরোজা প্রমুখ।
ঈদ-উল-আযহার বিশেষ অনুষ্ঠানমালায় শেষ দিন বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে বৈশাখী টিভিতে নাটকটি প্রচারিত হবে।
রাইজিংবিডি/ঢাকা/২৭ সেপ্টেম্বর ২০১৫/রাশেদ শাওন/ফিরোজ