সাদিয়া ইসলাম : ভালোবাসা ব্যাপারটা বড্ড অদ্ভূত। এর না আছে কোনো নির্দিষ্ট সীমারেখা, না আছে কোনো পরিমাপ। মানুষ, প্রকৃতি, প্রাণী- মানুষের ভালোবাসা জড়িয়ে আছে পৃথিবীর ছোট্ট ছোট্ট বালিকণা থেকে প্রকান্ড পাহাড়ের কোল জুড়েও। আর কথাটি আর সবার মতনই সত্যি রুপালি পর্দার তারকাদের ক্ষেত্রেও। আর সব মানুষদের মতো ভালোবাসা আছে তাদের মনেও। বিশেষ করে অবলা প্রাণীদের প্রতি তাদের ভালোবাসা যুগ যুগ ধরে লক্ষণীয়। এই তালিকা থেকে বাদ পড়েননি বলিউডের অনেক নামী-দামী তারকাও। আসুন তাহলে জেনে নিই বলিউডের জনপ্রিয় এমনই কিছু তারকার প্রাণীর প্রতি ভালোবাসার কথা।
জ্যাকুলিন ফার্নান্দেজ : ‘আমি সাতটি কুকুর, দুটি বিড়াল, কচ্ছপ, মাছ, চারটি খরগোশ আর প্রচুর পশুপাখির মাঝে ছোট থেকে বেড়ে উঠেছি। এমনকি একটা বাচ্চা ইঁদুরকেও বাড়িতে আমার পুতুলের ঘরে থাকতে দিয়েছিলাম আমি। কিন্তু মা ওকে রাখতে দেয়নি। এখন মুম্বাইএ আমার একটি ছোট্ট বিড়ালের ছানা আছে। ওর নাম মিউমিউ। পোষা প্রাণীরা আমাদেরকে দায়িত্ব আর ত্যাগ সম্পর্কে অনেক কিছু শেখাতে পারে এবং আজ আমি ওকে ধন্যবাদ দিতে চাই আমাকে এতটা শেখাবার জন্যে!’, নিজের পোষা প্রাণীদের সম্পর্কে এমনটাই ভাষ্য বলিউড সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজের।
সিদ্ধার্থ মালহোত্রা : বলিউডের উঠতি তারকা অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। তারও রয়েছে পোষা প্রাণী। সিদ্ধার্থের ভাষ্যমতে, ‘পোষা প্রাণীরা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে এবং মূলত তারা আপনাকে তার চাইতে অনেক বেশি দেয় যতটা না আপনি তাদেরকে দিয়েছেন। আমার পোষা প্রাণী বক্সার আমার পরিবারেরই মতন। আমি মনে করি ওদের যত্ন নেওয়া আমাদের সবারই দায়িত্ব। প্রাণীদের যত্ন নেওয়া কোনো না কোনোভাবে আমাদের মানবিকতাকেই প্রকাশিত করে।’
কালকি কোচিন : ‘আমি আমার বিড়াল ডোসাকে মাফ করে দিতে বলব। আমি কাজের জন্যে এত বেশি বাইরে থাকি যে ওকে বন্ধুদের বাড়িতে রেখে যাই। যেটা কিনা ও একদমই পছন্দ করেনা। সাধারণত বাড়ি ফেরার পর ও আমার সঙ্গে রাগ করে থাকে, কাছে আসেনা এমনকি দুই-তিনদিন অব্দি খায় না পর্যন্ত!’ পোষা বিড়ালকে নিয়ে এমনটাই জানান কালকি।
তুষার কাপুর : ‘আমার কুকুর পোশতো কে চার বছর আগে পাঞ্জাবে পাই আমি। সে অনেক কিউট কিন্তু একটু দুষ্টুও! এখন মোটামুটি সে আমার সব কথা বোঝে। আর তাই সবচাইতে যে জিনিসটা ওর কাছ থেকে বেশি চাই আমি সেটা হলো ছুতার, বিদ্যুত অফিসের লোক কিংবা সেলাইকর্মী বাড়িতে এলে ঘেউঘেউ করা কমাতে!’ নিজের পোষা কুকুর সম্পর্কে বলেন তুষার কাপুর।
ভীর দাশ : ‘আমি আমার কুকুরকে বলব সে কতটা আমাকে হাসায়। আমি আমার পুরো জীবনটা অন্যদের হাসিয়েই কাটিয়েছি। আমি মনে করি ও আমার চাইতে অনেক বেশি মজার। সে আমার দিনের সবচাইতে মজার জিনিসটা।’ পোষা কুকুরের প্রতি নিজের অনুভূতির কথা এমনভাবেই প্রকাশ করেন ভীর দাশ।
সানি লিওন : বলিউড সেনসেশন সানি লিওনেরও রয়েছে পোষা প্রাণী। তার পোষা প্রাণী সম্পর্কে সানি বলেন, ‘আমি আর আমার স্বামী ড্যানিয়েল ওয়েবারের দুটো কুকুর আছে। চপার আর লিলু। ওরা মিশ্র জাতের। আমি ঠিক জানিনা ওদের বয়স কত! প্রাণী দিবসে ওদেরকে এটাই বলতে চাই যে আমি ওদেরকে অনেক ভালোবাসি এবং জানাতে চাই আমাদের জীবনে কতটা ভালোলাগা এনে দিয়েছে ওরা।’
ইয়ামি গৌতম : ‘আমার শিশুকাল থেকেই বাড়িতে পোষা প্রাণী ছিল, অতএব প্রাণীদের প্রতি আমার ভালোবাসা একেবারেই স্বাভাবিক। আমার মনে হয় ওরা আমাকে অনেক বেশি ত্যাগী আর সহানুভূতি সম্পন্ন করে তুলেছে। আমাদের সেটা করা উচিত যেটা ওদেরকে ভালোবাসা আর নিরাপত্তা অনুভব করায়। আমার পোষা প্রাণী পোলোর প্রতি আমার বার্তা- তুমি আমার পরিবারকে সম্পূর্ণ করেছ! আমি তোমাকে ভালোবাসি পোলো!’ এভাবেই পোষা প্রাণীর প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেন এ বলিউড তারকা।
অমিত সাধ : পোষা প্রাণী নিয়ে এ অভিনেতা বলেন, ‘আমার এখন তিনটি কুকুর আছে, তারা আমার কাছে আমার পুরো পৃথিবী! লিয়ামের বয়স নয়, কোকোর দুই এবং ব্রান্ডোর তিন মাস মাত্র!’
নিম্রাত কর : ‘আমার দুটো বিড়াল আছে। একটি হলো মা ‘কিটক্যাট’ আরেকটি তার ছেলে ‘করমচাঁদ’! তারা আমার পরিবার আর তারাই আমার জীবনকে উষ্ণ রাখে। আমার সবচাইতে কঠিন দিনগুলোকেও সহজ করে দেয় ওরা!’ নিজের পোষা প্রাণীদের নিয়ে এমনটাই ভাবেন এ বলিউড অভিনেত্রী।
পূজা বেদী : বলিউডের এ অভিনেত্রী বলেন, ‘আমার মূলত চারটি কুকুর আছে। এরা হলো - ম্যাজিক, প্যান্ডোরা গার্ল, লাড্ডু এবং গাগা। আমি এদের সঙ্গে সবটা সময় কথা বলি! আমার সবসময় মনে হয় ওরা আমাকে বুঝছে! এটা অনেকটা টেলিপ্যাথিক কানেকশনের মতো। আমি সত্যিকারের আবেগটা দিতে চাই ওদের। ওদের প্রতি প্রচন্ড ভালোবাসা আর একাত্মতা আছে আমার এবং আমি জানি ওরা সবসময়ই এটা বুঝতে পারে!’
রাইজিংবিডি/ঢাকা/৬ অক্টোবর ২০১৫/সাদিয়া/মারুফ