বিনোদন

৬০ প্রেক্ষাগৃহে সাইমন-মৌমিতার ‘মাটির পরী’

রাহাত সাইফুল : নতুন বছরের প্রথম দিনে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘মাটির পরী’ সিনেমাটি নিয়ে হাজির হচ্ছেন হালের জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মৌমিতা মৌ। হাস্যরসাত্মক গল্পের উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি পয়লা জানুয়ারি সারা দেশে মোট ৬০ টি হলে মুক্তি পেতে যাচ্ছে, রাইজিংবিডিকে এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিচালক সায়মন তারিক।

এ প্রসঙ্গে সায়মন তারিক রাইজিংবিডিকে বলেন, ‘সিনেমাটি ৬০টি হলে বুকিং করা হয়েছে। আশা করছি, দর্শক ছবিটি উপভোগ করেবন।’  সাইমন সাদিক ও মৌমিতা মৌ ছাড়াও সিনেমাটিতে  অভিনয় করেছেন নবাগত সাদিয়া ইসলাম লামিয়া, কাজী হায়াৎ, আহমেদ শরীফ, আলেকজান্ডার বো, সুব্রত, বনশ্রী, রেবেকা, মুক্তা হাসান, শিশির আহমেদসহ আরও অনেকে।

সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। মাল্টিমিডিয়া প্রডাকশন প্রযোজিত ছবিটির গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুদীপ কুমার দীপ এবং এ মিজান। সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন।

সায়মন তারিকের প্রথম পরিচালিত সিনেমা এ চোখে শুধু তুমি মুক্তি পায় ২০০৮ সালে। এ সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনয় শিল্পী শাবনূর ও ফেরদৌস। তার দ্বিতীয় সিনেমা সরি ম্যাডামও বেশ প্রশংসিত হয়।

দেখুন : মাটির পরী সিনেমার টাইটেল গানটি

 

  রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৫/রাহাত/নওরোজ/রাশেদ