বিনোদন প্রতিবেদক : মোড়ক উন্মেচিত হলো জনপ্রিয় সংগীতশিল্পী, লেখিকা সামিরা আব্বাসীর ‘গল্পগুলো ভালবাসার’। বেশ কিছু ছোটগল্প নিয়ে সাজানো হয়েছে এই বইটি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আমেরিকান চিল্ড্রেন অ্যান্ড উইমেন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইনক আয়োজিত এক প্রকাশনা উৎসবে বইটির মোড়ক উন্মচন করা হয় বলে জানিয়েছেন এ কণ্ঠশিল্পী। ফ্লোরিডায় বসবাসরত অনেক বাঙালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় লেখিকা তার বই থেকে অংশবিশেষ দর্শকদের পাঠ করেও শোনান। তা ছাড়া ড. সুলতান সালাউদ্দীন আহমেদের লেখা ‘সূতোর টানে’ বইটিরও মোড়ক উন্মোচন করেন জাহানারা খান বীনা। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়লা হারুন, ড. ইসমৎ হুসেন, ড. এহসানুল করিম, ড. আবদুস সাত্তার, ড. কেয়া রোজারিও, ফেরদৌসী নাহার, ড. সুলতান সালাহ উদ্দীন, সামিরা আব্বাসী প্রমুখ। প্রবাসী বাংলাদেশিদের এই উৎসবে সৈয়দা জেসমীনের পরিচালনায় শিশু শিল্পীরা পরিবেশন করেন একটি চমৎকার গীতি আলেখ্য। এসোসিয়েশনের সভাপতি লায়লা হারুন ফ্লোরিডার বিশিষ্ট বাঙালিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৬/শান্ত