বিনোদন

মোবাইল ভেঙে আইনি জটিলতায় বিবার

বিনোদন ডেস্ক : পপ তারকা জাস্টিন বিবারকে নিয়ে বিতর্কের শেষ নেই। নানা বিতর্কের জের ধরে মাঝে মধ্যেই তাকে খবরের শিরোনামে দেখা যায়। এবার এক ব্যক্তির মোবাইল ভেঙে আইনি জটিলতায় পড়েছেন বিবার। পাশাপাশি মোটা অঙ্কের ক্ষতিপূরণও গুণতে হতে পারে তাকে।টিএমজেড ডটকমের এক প্রতিবেদনে জানা গেছে, রবার্ট আর্ল মর্গান নামের এক ব্যক্তি দাবি করেছেন, গত মাসে টেক্সাসের হাস্টনের ক্লে নামের নৈশক্লাবে বিবারের ফুটেজ রেকর্ড করতে গেলে এ গায়ক মর্গানের মোবাইল আছার মেরে ভেঙে ফেলেন।  এরপর বিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। পাশাপাশি ১ লাখ মার্কিন ডলার (প্রায় ৮০ লাখ টাকা) ক্ষতিপূরণ দাবি করেন।মোবাইলের জন্য এত মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি প্রসঙ্গে তিনি জানান, তার দাদীর ১০০তম জন্মদিনের ছবি এবং বিভিন্ন দেশে ভ্রমণের সময় তার ৫ হাজারের অধিক ছবিসহ বেশকিছু মূল্যবান ডকুমেন্ট ছিল মোবাইলে। যেগুলো কোনোভাবেই আর ফিরিয়ে আনা সম্ভব নয়। এছাড়া তার কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়ীক ডকুমেন্টসও মোবাইল ফোনের সঙ্গে ধ্বংস হয়েছে। তাই তিনি এ ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে এ বিষয়ে এখনো বিবারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।    রাইজিংবিডি/ঢাকা/৪ মে ২০১৬/মারুফ/শান্ত