বিনোদন

ঢাকায় শাবানা আজমি

বিনোদন প্রতিবেদক : ঢাকায় এসেছেন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি। জনপ্রিয় এ তারকা বাংলাদেশের চলচ্চিত্রেও অভিনয় করেছেন। নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। সেই সূত্রে এর আগেও ঢাকায় এসেছিলেন তিনি। দীর্ঘদিন পর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিতে ঢাকায় এসেছেন এই অভিনেত্রী।

 

আজ সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তিনি। তাকে সম্মাননা স্মারক তুলে দেন ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ।  এবারের সমাবর্তনে ভালো ফলাফলের জন্য দু’জন শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়।

 

একদিন আগে মুম্বাইয়ে স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসের ২৩তম আসরে ‘নীর্জা’ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারে পদ্ম ভূষণসহ অনেক সম্মান এসেছে তার ঘরে। জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন শাবানা।

   

রাইজিংবিডি/ঢাকা/৫ ডিসেম্বর ২০১৬/রাহাত/শান্ত