বিনোদন

ফাস্ট হয়েছে লাস্ট বেঞ্চ

বিনোদন ডেস্ক : ব্লেজার পরা এক ভদ্রলোক, হাতে তার ময়লার ব্যাগ। ব্যাগটি তিনি ডাস্টবিনে না ফেলে ফেললেন রাস্তার পাশে ফুটপাতে! সেখান থেকে শুরু হয় ‘জার্নি বাই ডাস্ট’! মাত্র ৩ মিনিট দৈর্ঘ্যের একটি শর্ট ফিল্ম এটি। কিন্তু এটা দেখে বদলে যেতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমাদের দৃষ্টিকোণ। আব্দুল্লাহ মাহফুজ অভি পরিচালিত এই শর্ট ফিল্মটি জিতে নিয়েছে ‘পরিবর্তন চাই’ আয়োজিত ‘শর্ট অ্যান্ড ক্লিন’ চলচ্চিত্র প্রতিযোগিতায় প্রথম পুরস্কার।  সম্প্রতি পুরস্কারের ৫০ হাজার টাকা এ নির্মাতার হাতে তুলে দেয়া হয়েছে। চলতি বছরের ৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য ‘দেশটাকে পরিষ্কার করি দিবস ২০১৭’র অংশ হিসেবে সামাজিক সংগঠন ‘পরিবর্তন চাই’ আয়োজন করে ‘নাগরিক উন্মুক্ত পরিসরের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ডাস্টবিনের ব্যবহার’ শিরোনামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা।  ১-১৫ জানুয়ারি পর্যন্ত নির্মাতারা তাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ৩০০ ফুট রাস্তা, পুর্বাচলে অবস্থিত 'পথিক বিরতিঘরে' পরিবর্তন চাইয়ের বুটক্যাম্পে ‘শর্ট অ্যান্ড ক্লিন’ গালা অনুষ্ঠানে জুরির মতে এবং দর্শক বিবেচনায় সবচেয়ে শিল্পোত্তীর্ণ ১৫ টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এ সময় প্রতিযোগিতায় বিজয়ী পরিচালকদেরকেও পুরস্কৃত করা হয়। এই প্রতিযোগিতায় বিচালকের দায়িত্ব পালন করেন মোবাশ্বের হোসেন, রনবী, মসিহউদ্দিন শাকের, আবুল হায়াত, ফারাহ কবির, আবু সাইদ আহমেদ ও রাশেদ জামান। প্রথম পুরস্কার বিজয়ী নির্মাতা আবদুল্লাহ মাহফুজ অভি বলেন, ‘আমাদের লাস্টবেঞ্চ টিমের ফিলোসফিই হচ্ছে চিন্তা করো এবং করাও। ভাবো এবং ভাবাও। সেই জায়গা থেকেই আমরা আমাদের নির্মাণ করে যাই। এই ফিল্মটিও তার ব্যতিক্রম নয়। এখানে আমরা দেখাতে চেয়েছিলাম নিজের জায়গায় দাঁড়িয়ে হয়তো আমরা ভাবি আমরা দূষণ ময়লা থেকে রেহাই পেয়েছি, আসলে তা ভুল । আমাদের অব্যবস্থাপনা, অবহেলায় দিন শেষে আমরাই আক্রান্ত হই।’ সেরা সিনেমা নির্বাচিত হওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আসলে যেকোনো প্রাপ্তিই আনন্দের। আমিও আনন্দিত। তবে প্রতিযোগিতা যেন নিজস্ব চিন্তাকে দর্শনকে নষ্ট না করে দেয় সেদিকে খেয়াল রাখা উচিত এবং আমি সেভাবেই আগাই। নিজের স্বপ্নকে আগে গুরুত্ব দিতে হবে এবং ভালোবাসতে হবে। তা নাহলে এই দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দেওয়া কষ্টকর হয়ে যাবে।’ এর আগে ১৫ দিন সময়ে এই প্রতিযোগিতায় ৬০টি শর্ট ফিল্ম জমা পড়ে। এই শর্ট ফিল্মগুলো পরিবর্তন চাই এর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। সেখানে দর্শক ভিউয়ের উপরও প্রতিযোগীদের নম্বর প্রদান করা হয়। পরে বিচারকের নম্বর এবং ইউটিউব ভিউয়ারের নম্বর যোগ করে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার পেয়েছেন শহিদুল ইসলাম কাজল পরিচালিত ‘লুকিং গ্লাস’। দ্বিতীয় পুরস্কারের প্রাইজ মানি ৩০ হাজার টাকা। তৃতীয় পুরস্কার বিজয়ী হয়েছেন যথাক্রমে আশিকুজ্জামান পরিচালিত  ‘গ্রোইং আওয়ার কমন সেন্স’, সাইফুল ইসলাম পরিচালিত ‘সাদা কয়লা’ ও ‘ক্রাই ফর দাইসেলফ’।  তৃতীয় পুরস্কার বিজয়ী তিনজন প্রত্যেকে পেয়েছেন ১০ হাজার টাকা। রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৭/রুহুল/শান্ত