বিনোদন

ভালোবাসার তিনবেলা

আমিনুল ইসলাম শান্ত : সময়ের ব্যস্ততম নির্মাতা চয়নিকা চৌধুরী। মাস খানেকের বিরতি ভেঙে ফের নির্মাণে ফিরেছেন তিনি। ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ নির্মাতা। সম্প্রতি তিনি নির্মাণ করেছেন ‘ভালোবাসার তিনবেলা’ শিরোনামের একক নাটক। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান এই নির্মাতা।  বিশ্বভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটকটি। টিপু আলমের মূল গল্প থেকে নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার। নাটক প্রসঙ্গে রাইজিংবিডিকে চয়নিকা চৌধুরী বলেন, ‘‘মানুষের জীবনের ভালোবাসাটা তিনটা ধাপে ভাগ করা যায়। এক, প্রথম জীবনের প্রেম। এটা ১৬-২২ বছর বয়সে হয়। এ সময় ভালোবাসার সম্পর্কে আবেগটা বেশি থাকে। অনেক কিছু করার গতি থাকে। অন্যের আবেগটাও সহজেই অনুধাবন করতে পারেন। দ্বিতীয় ধাপ হলো যখন মানুষ বিয়ে করেন। এ সময়টা অনেক স্ট্রাগলের হয়। এ সময় দেখা যায়- স্বামী সব ভুলে যাচ্ছেন কিন্তু স্ত্রী তা মনে রাখছেন। কিংবা স্ত্রী ভুলে যাচ্ছে স্বামী সব মনে রাখছেন। তখন সম্পর্কে মনোমালিন্য কিংবা মান অভিমান তৈরি হয়। আর শেষ ধাপ হলো- বৃদ্ধ বয়সের ভালোবাসা। এ সময় বাবা-মা বৃদ্ধ হয়ে যায়। এদিকে ছেলে-মেয়েরা বড় হয়ে যায়। নানা কাজে তারা ব্যস্ত থাকে। এ সময় বাবা-মার ভালোবাসাটা ঠিক প্রথমবারের ভালোবাসার মতো হয়। এই ভাবনা নিয়েই মূলত এই নাটকের গল্প এগিয়েছে। এজন্য নাটকটির নাম রেখেছি ‘ভালোবাসার তিনবেলা’।’’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আবুল হায়াত, শর্মিলী আহমেদ, শহীদুজ্জামান সেলিম, আফসানা মিমি, তমালিকা, নাজিরা মৌ, কল্যাণ, সিয়াম, নাদিয়া মীম, টাপুর টুপুর এবং আজম খান। গত ২৩ জানুয়ারি থেকে নাটকটির শুটিং শুরু হয়। নগরীর উত্তরা ও আশুলিয়ার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। বিশ্ব ভালোবাসা দিবসে বৈশাখী টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে। নাটকটি সবার ভালো লাগবে বলেও আশা ব্যক্ত করেছেন এই নির্মাতা।

       

রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৭/শান্ত/মারুফ