বিনোদন

পুত্র নন প্রমাণ করতে হাইকোর্টে ধানুশ

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় দক্ষিণী অভিনেতা ধানুশ। অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার তার বাস্তব জীবনে এমন একটি ঘটনা ঘটেছে, যা সিনেমার গল্পের চেয়ে কম নয়। কাথিরেসান এবং মিনাক্ষী নামের এক বৃদ্ধ দম্পতির দাবি, ধানুশ তাদের হারিয়ে যাওয়া ছেলে। স্কুলে পড়ার সময়ে বাড়ি থেকে পালিয়ে যান ধানুশ। এরপর সিনেমায় এ অভিনেতাকে দেখে চিনতে পারেন এই বৃদ্ধ দম্পতি। পরবর্তী কালে চেন্নাইয়ে অনেকবার তার সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন। তারপরই কিছুদিন আগে তারা আদালতে ধানুশকে নিজেদের ছেলে বলে দাবি করেন এবং প্রতি মাসে ভরণপোষণের জন্য এ অভিনেতার কাছ থেকে ৬৫ হাজার রুপি দাবি করেন। তবে বৃদ্ধ দম্পতির এ দাবি অস্বীকার করেছেন ধানুশ। শুধু তাই নয়, তামিলনাড়ুর মেরুলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রক্রিয়াধীন এই মামলা বাতিলের জন্য তিনি মাদ্রাজ হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন। গতকাল (২৫ জানুয়ারি) ধানুশের করা পিটিশনের পর বিচারপতি জি চোকালিঙ্গম ওই বৃদ্ধ দম্পতিকে এ বিষয়ে তাদের পাল্টা ফাইল জমা দিতে বলেছেন এবং বিষয়টির শুনানি আগামী ৮ ফেব্রুয়ারি ধার্য করেছেন।

   

রাইজিংবিডি/ঢাকা/২৬ জানুয়ারি ২০১৭/মারুফ/ফিরোজ/এএন