বিনোদন

স্বনামে মিষ্টির নতুন সিনেমা

রাহাত সাইফুল : ‘আসলাম ভাই’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘মৌসুমী’, ‘মমতাজ’ শিরোনামে ঢাকাই চলচ্চিত্রে নির্মিত হয়েছে সিনেমা। জনপ্রিয় তারকা মান্না, শাকিব খান, মৌসুমী, মমতাজের নামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এসব সিনেমা। এসব সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন এ শিল্পীরাই। এবার তাদের পথে হাঁটছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান মিষ্টি জান্নাত। চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ‘মিষ্টি জান্নাত’ শিরোনামের নতুন সিনেমার কাজ শুরু করবেন। এতে তার বিপরীতে পশ্চিম বাংলার একজন জনপ্রিয় চিত্রনায়ককে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করবেন বাংলাদেশের সজল আহমেদ। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি। বাংলাদেশ থেকে হ্যাভেন মাল্টিমিডিয়া সিনেমাটি প্রযোজনা করবেন। ভারত থেকে কোন প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটি প্রযোজনা করছেন তা এখনো বলেননি এ চিত্রনায়িকা। চিত্রনায়িকা মিষ্টি জান্নাত অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। দেশীয় সিনেমার পাশাপাশি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া সম্প্রতি দেশের গণ্ডি পেরিয়ে তামিল ও ভোজপুরি সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী। সম্প্রতি থাইল্যান্ডে ‘রংবাজ খিলারী’শিরোনামের তামিল সিনেমার শুটিং শেষ করেছেন মিষ্টি। সত্যপ্রকাশ পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন তামিল সিনেমার নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জি। এ সিনেমার নৃত্য পরিচালনা করছেন খালিশ। অ্যাকশন পরিচালক খোকন শর্মা।

 

এছাড়া মিষ্টি জান্নাত অভিনীত ও সজল আহমেদ পরিচালিত ‘তুই আমার’সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এদিকে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘তুই আমার রানী’ শিরোনামের সিনেমা। এ চলচ্চিত্রে মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সূর্য। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের সজল আহমেদ ও ভারতের পীযূষ সাহা। তা ছাড়া মিষ্টি ওপার বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী সোহমের বিপরীতে ‘আমার প্রেম তুমি’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করছেন। সিনেমাটি পরিচালনা করছেন সজল আহমেদ। এ ছাড়াও যৌথ প্রযোজনাসহ বেশ কটি সিনেমায় কাজ করার কথা রয়েছে তার। মিষ্টি জান্নাত ২০১৪ সালের মাঝামাঝি লাভ স্টেশন  চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এরপর ২০১৫ সালে চিনি বিবি শিরোনামের আরো একটি সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। সিনেমা দুটি মুক্তি পেয়েছে।

   

রাইজিংবিডি/ঢাকা/২ ফেব্রুয়ারি ২০১৭/রাহাত/শান্ত