বিনোদন

বাফটায় সেরা ‘লা লা ল্যান্ড’

বিনোদন ডেস্ক : গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) লন্ডনের রয়্যাল আলবার্ট হলে বসেছিল ৭০তম ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডের আসর। অন্যান্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মতো এতেও সবাইকে ছাড়িয়ে লা লা ল্যান্ড। সেরা সিনেমাসহ পাঁচটি অ্যাওয়ার্ড জিতেছে সিনেমাটি। সিনেমাটিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এমা স্টোন। অন্যদিকে একই সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন ড্যামিয়েন শেজেল। ক্যাসে অ্যাফ্লেক জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। ভায়োলা ডেভিস এবং দেব প্যাটেল জিতেছেন সেরা পার্শ্ব অভিনয়শিল্পীর পুরস্কার। লা লা ল্যান্ড ছাড়া শুধু লায়ন এবং ম্যানচেস্টার বাই দ্য সি সিনেমা দুটি একাধিক পুরস্কার পেয়েছে। চলুন জেনে নিই কারা জিতেছেন এবারের বাফটা অ্যাওয়ার্ড : সেরা ব্রিটিশ সিনেমা : আই, ড্যানিয়েল ব্লেক সেরা সিনেমা : লা লা ল্যান্ড সেরা পরিচালক : ড্যামিয়েন শেজেল, লা লা ল্যান্ড সেরা অভিনেতা : ক্যাসে অ্যাফ্লেক, ম্যানচেস্টার বাই দ্য সি সেরা অভিনেত্রী : এমা স্টোন, লা লা ল্যান্ড সেরা পার্শ্ব অভিনেত্রী : ভায়োলা ডেভিস, ফেন্সেস সেরা পার্শ্ব অভিনেতা : দেব প্যাটেল, লায়ন সেরা সিনেমাটোগ্রাফি : লা লা ল্যান্ড সেরা মৌলিক চিত্রনাট্য : ম্যানচেস্টার বাই দ্য সি সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য : লায়ন সেরা অ্যানিমেটেড সিনেমা : কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস সেরা ভিজ্যুয়াল এফেক্ট : দ্য জঙ্গল বুক সেরা বিদেশি ভাষার সিনেমা : সন অব সাউল সেরা প্রামাণ্যচিত্র : থার্টিনথ সেরা সম্পাদনা : হ্যাকস রিজ সেরা মৌলিক গান : লা লা ল্যান্ড সেরা রূপসজ্জা : ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স সেরা উদীয়মান তারকা : টম হল্যান্ড

   

রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৭/মারুফ/শান্ত