বিনোদন

ভূতের বাড়িতে চলছে শুটিং

আমিনুল ইসলাম শান্ত : পুরোনো দোতলা বাড়ি। দেয়াল থেকে খসে গেছে চুনকাম। কোথাও কোথাও দেয়ালের শরীরে গজিয়ে উঠেছে শেওলা। এ বাড়ির চারিপাশ ঘিরে রেখেছে ওয়েল পাম গাছের বন। বাড়িটির নাম ‘৯৯ ডোর ম্যানশন’। বিশ্বের হন্টেড জায়গাগুলোর মধ্যে মালয়েশিয়ার এই বাড়িটি অন্যতম। ৫০ বছর আগে পরিত্যাক্ত ভৌতিক এই বাড়িতে এখন চলছে সিনেমার শুটিং। আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাইজিংবিডির সঙ্গে আলাপকালে মালয়েশিয়া থেকে এসব তথ্য জানান চিত্রনায়ক শামস হাসান কাদির। ভৌতিক গল্প নিয়ে মিজানুর রহমান লাবু নির্মাণ করছেন ‘৯৯ ম্যানশন’ শিরোনামের সিনেমা। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শামস হাসান কাদির, নবাগতা নায়িকা সানজানা মিতু, অনিক আহমেদ রানা, কাজী নওশাবা আহমেদ ও শিমুল খান। মালয়েশিয়া থেকে শামস হাসান কাদির রাইজিংবিডিকে বলেন, ‘আমি এই সিনেমায় একজন আর্কিটেক্টের চরিত্রে অভিনয় করছি। সিনেমার গল্পটি ভৌতিক। এখন আমরা মালয়েশিয়ার ৯৯ ডোর ম্যানশনে রয়েছি। এই বাড়িটি পৃথিবীর ভৌতিক জায়গাগুলোর মধ্যে অন্যতম। এ বাড়িতেই এখন শুটিং চলছে। শুটিংয়ের ব্রেকে আপনার সঙ্গে কথা বলছি।’ ভৌতিক একটি বাড়িতে আপনারা শুটিং করছেন। শুটিং করার সময় আপনাদের সঙ্গে কোনো ধরনের প্যারানরমাল ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলে শামস বলেন, ‘আমাদের সঙ্গে বেশ কিছু ঘটনা ঘটেছে। তবে খুব সতর্কতার সঙ্গে আমরা শুটিং করছি। এই বাড়িতে যাদের অস্তিত্ব রয়েছে, তারা যাতে বিরক্ত না হয় তা খেয়াল করেই শুটিং করছি।’ এ বাড়িতে শুটিং করতে গিয়ে বিশেষ কোনো নিরাপত্তা নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘শুটিং সেটে স্থানীয় পুলিশ আমাদের নিরাপত্তার জন্য রয়েছে। কিন্তু এই জায়গায় শুধু প্রার্থনা কাজ করে। এখানে আর্মি-পুলিশ কোনো কাজে আসে না। কারণ এটাই প্রকৃতি। আর এখানে ও বাংলাদেশে প্রার্থনার ব্যবস্থা করানো হয়েছে।’ গত ১৭ ফেব্রুয়ারি থেকে এখানে শুটিং করছে ‘৯৯ ম্যানশন’ টিম। তবে দৃশ্যের জন্য একেক সময় শুটিং চলছে। কিন্তু যতটা সম্ভব রাতে শুটিং করা থেকে বিরত রয়েছেন। এখানে আরো কয়েকদিন শুটিং করবেন বলেও জানান শামস। ‘৯৯ ম্যানশন’ সিনেমাটি চলতি বছরই মুক্তি দেয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা। বাংলাদেশ, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৭/শান্ত/মারুফ