বিনোদন

‘রেঙ্গুন’ নিয়ে কঙ্গনার দুঃখ

বিনোদন ডেস্ক : গতকাল ২৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে কঙ্গনা রাণৌত অভিনীত সিনেমা রেঙ্গুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে একটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমায় জুলিয়া নামের এক নায়িকার চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। রেঙ্গুন সিনেমায় বেশ সাহসী চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। নিজের চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে সব ধরনের চেষ্টা করেছেন তিনি। কিন্তু সিনেমায় তার সবচেয়ে পছন্দের কিছু দৃশ্য বাদ দেয়া হয়েছে বলে জানান এ অভিনেত্রী। বিষয়টিতে খুবই দুঃখ পেয়েছেন তিনি। এ প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘আমার চরিত্রটি আমি একটি রৈখিক গ্রাফে এঁকেছিলাম। সিনেমায় আমার প্রিয় দৃশ্যগুলো বাদ দেয়া হয়েছে, যা আমার গ্রাফের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি যখন সিনেমাটি দেখি বিশাল স্যার (পরিচালক) আমাকে ব্যাখ্যা দিয়েছেন কেন দৃশ্যগুলো বাদ দেয়া হয়েছে।’ তিনি আরো বলেন, ‘অবশ্যই দৃশ্যগুলো বাদ দেয়া যুক্তিসঙ্গত ছিল। কিন্তু যখন আমি জানতে পারি আমার গ্রাফের গুরুত্বপূর্ণ দৃশ্য বাদ দেয়া হয়েছে, আমি ভেঙে পড়েছিলাম। মনে হচ্ছিল আমার চরিত্রটি সাধারণ মানের হয়ে গেল। এটা তেমন প্রশংসিত হবে না। কিন্তু এতো কিছুর পরও দর্শক আমার চরিত্রটি পছন্দ করেছে। তাই আমি এখন খুশি।’ রেঙ্গুন সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ। কঙ্গনা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শহিদ কাপুর ও সাইফ আলী খান। প্রথমদিনে ভারতে ৬.০৭ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৭/মারুফ/শান্ত