বিনোদন

১১ ঘাটে ‘ভুবন মাঝি’র নাও

রাহাত সাইফুল : সব বাধা পেরিয়ে এখন মুক্ত ভুবন মাঝি। চাইলে সব ঘাটে তার নাও ভেড়াতে পারবে। বলছি, ‘ভুবন মাঝি’ শিরোনামের সিনেমার কথা। ফাখরুল আরেফিন খান পরিচালিত এ সিনেমাটি ইতোমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ৩ মার্চ সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে। রাজধানীর স্টার সিনেপ্লেক্স, মধুমিতা, শ্যামলীসহ সারা দেশে মোট ১১টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন নির্মাতা  ফাখরুল আরেফিন।   সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার পরিচিত মুখ অপর্ণা ঘোষ। লালন সাঁইয়ের ভাবাদর্শ অনুসারী নহির বাউলের চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত। আর অপর্ণা ঘোষকে দেখা যাবে এক সম্ভান্ত মুসলিম পরিবারের মেয়ে ফরিদার চরিত্রে। এ ছাড়া আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, সুষমা সরকার, মাজনুন মিজান, কণ্ঠশিল্পী ওয়াকিলসহ অনেকে। সরকারি অনুদানে মুক্তিযুদ্ধভিত্তিক এ সিনেমার গানগুলো নির্মাণ করেছেন কালিকা প্রসাদ। গত ১৯ জানুয়ারি এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এরপর ৪ ফেব্রুয়ারি থেকে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যায়নের কাজ হয়েছে। অভিনয়ের পাশাপাশি এ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন পরমব্রত চ্যাটার্জি। কলকাতার রানীকুঠির ভায়োলিন স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। গানটির কথা লিখেছেন- আকাশ চক্রবর্তী।  সুর ও সংগীতায়োজন করেছেন কালিকা প্রসাদ। রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৭/রাহাত/শান্ত