বিনোদন

রোববার ‘কালো রাত্রি’

বিনোদন ডেস্ক : মঞ্চস্থ হতে যাচ্ছে পদাতিক নাট্য সংসদের প্রযোজনা ‘কালো রাত্রি’। আগামী  ৫ মার্চ রোববার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটির ১৮তম প্রদর্শনী। লামিসা শিরীন হোসাইনের ‘লোন সার্ভাইভার’ গল্প অবলম্বনে- নাট্যরূপ দিয়েছেন ড. তানভীর আহমেদ সিডনী। নির্দেশনা- ওয়াহিদুল ইসলাম। এ নাটকের কাহিনি প্রসঙ্গে নির্দেশক জানিয়েছেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাত্রিকে সামনে রেখে এই নাট্য পরিকল্পনা করা হয়েছে। অসহযোগ আন্দোলন, ছাত্র রাজনীতির সংশ্লিতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দেশ স্বাধীন করার প্রতি গভীর আবেগ জেগে উঠার কালকেই এই নাটকের উপজীব্য করা হয়েছে। নাটকটির বিভিন্ন চরিত্র রূপায়ন করছেন- শাখাওয়াত হোসেন শিমুল, আকলিমা পুষ্প, মো. ইমরান খাঁন, ইকরামুল ইসলাম, সালমান শুভ চৌধুরী, জিনিয়া আজাদ, চমক তারা, তাসমী চৌধুরী, আবু নাসেম লিমন, স্বরুপ, ফরহাদ সুমন, শরীফুল ইসলাম, অর্ণব, সুমন, জবা, মশিউর রহমান,  সৈয়দা শামছি আরা সায়েকা ও জেনিতা রহমান হিয়া। নাটকটির আঙ্গিক অভিনয়, মঞ্চ-  সঞ্জীব কুমার দে, আলো- অতিকুল ইসলাম জয়, পোশাক ও কোরিওগ্রাফি-  সাঈদা শামছি আরা, অডিও ভিজুয়াল- হামিদুর রহমান পাপ্পু, বাচিক- তাসমী চোধুরী, নির্দেশনা উপদেষ্টা- সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো। ২০১৫ সালের ৬ নভেম্বর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। রাইজিংবিডি/ঢাকা/৩ মার্চ ২০১৭/শান্ত/মারুফ