বিনোদন

উৎফুল্ল জলি (ভিডিও)

বিনোদন ডেস্ক : রঙিন কাগজে সাজানো মাঠ। মাঠের এক কোণে নাগর দোলা ঘুরছে। রঙিন পোশাকে বেশ কজন যুবক নাচছে। ঢাকের তালে তালে মুখরিত হয়ে উঠেছে গ্রামীণ এ মেলাটি। কিছুক্ষণ পর দেখা যায়, কোমরে বিছা পরে নাচছেন এক যুবতী। তিনি অন্য কেউ নন, সময়ের জনপ্রিয় অভিনেত্রী জলি। নাচের তালে তালে তিনি গাইতে থাকেন ‘মনের মধ্যে পাখনা মেইলা/ প্রজাপতি উড়ল সই/ তবু মনের বাগানের ফুল ফুটল কই’। পুরো গানজুড়ে গ্রামীণ ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। ক্যামেরায় ধরা পড়েছে উৎফুল্ল জলি। তবে এ সবই দেখা যায় ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমার গানে। এ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গতকাল বৃহস্পতিবার গানটি প্রকাশিত হয়েছে। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন নাদের চৌধুরী। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক শাহরিয়াজ ও চিত্রনায়িকা জলি। আগামী ১০ মার্চ সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে। মুক্তিকে সামনে রেখে ইউটিউবে মুক্তি পেয়েছে এই গান। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমার  চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে আরো অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, ফজলুর রাহমান বাবু, কাজী শিলা, শামীমা আক্তার বেবী। সিনেমাটির  আবহ সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। ভোলাসহ রাজধানীর বিভিন্ন লোকেশনে এ সিনেমার দৃশ্যায়নের কাজ হয়েছে। দেখুন : ‘মনের মধ্যে’ শিরোনামের গান

রাইজিংবিডি/ঢাকা/৩ মার্চ ২০১৭/শান্ত/মারুফ