বিনোদন

শিল্পকলায় নাট্যভূমির ‘রাজাবলি’র প্রদর্শনী মঙ্গলবার

বিনোদন ডেস্ক : শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাট্যভূমির রাজাবলি নাটকের চতুর্থ প্রদর্শনী হতে যাচ্ছে। আগামী মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এই প্রদর্শনী হবে। ‘সকল অশুভ আমাদের পদতলে’ এই স্লোগানকে ধারণ করে দেশীয় সংস্কৃতি লালন, প্রচার ও প্রসারে নাট্যচর্চা করে আসছে নাট্যভূমি। ড. মুকিদ চৌধুরী রচিত রাজাবলি নাটকটির নির্দেশনা দিয়েছেন শাহজাহান শোভন। ত্রিপুরার রাজপরিবারের ইতিহাস নিয়ে রচিত নাটক এটি। নাটকটিতে প্রেমের অহিংস পূজার সঙ্গে হিংস্র শক্তি পূজার বিরোধিতাই মূল প্রতিপাদ্য বিষয়। নানা কাহিনীর ঘাত-প্রতিঘাতের পর এই নাটেকর শেষে দেখা যায় যে অজ্ঞান রাক্ষস পাষাণ রঘুপতির রক্ত গোমতীর জলের মতো সিক্ত করে পবিত্র ত্রিপুরার মৃত্তিকা, জয়ী হয় প্রেমের অহিংস পূজা, স্বতন্ত্র ভাবনা মুক্তচিন্তা ও বুদ্ধির মুক্তি, জয়ী হন গোবিন্দ মাণিক্য। রাজাবলি নাটকের অভিনয়ে আছেন রাহিতুল আলম আপন, রাজিব চন্দ্র শীল, শাহজাহান শোভন, সিফাত আরা ভূঁইয়া বন্যা, শারমিন কলি, এইচ এম রিজভী শিশির আহমেদ সোহেল, ইমাম হোসেন ইমন, মোহসিনা শবনম, তাসলিমা আক্তার দৃষ্টি, মিঠুন আহম্মেদ, মনিরুল ইসলাম রাজিব, প্রতাপ চন্দ্র বর্মন, এইচ এম রায়হান রিপন, শাহাদাত হোসেন, সামছুল ইসলাম স্বপন প্রমুখ। নাটকে নেপথ্যে কর্মীরা হলেন-মীর ময়নুল হোসেন শিপলু, জাহাঙ্গীর রনি, আবদে রাব্বি নিঝুম, মুর্শিকুল আলম, লিটা প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/৫ মার্চ ২০১৭/ইভা/এসএন