বিনোদন

অর্ধনগ্ন ছবি প্রসঙ্গে এমার বক্তব্য

বিনোদন ডেস্ক : ‘হ্যারি পটার’ সিনেমা খ্যাত হলিউড অভিনেত্রী এমা ওয়াটসন। সম্প্রতি ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের ফটোশুটে অর্ধনগ্ন হয়ে পোজ দিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। অনেকেই তার নারীবাদী দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে এ প্রসঙ্গে মুখ খুলেছেন বিউটি অ্যান্ড দ্য বিস্ট অভিনেত্রী। এমা ওয়াটসন বলেন, ‘আমি সবসময়ই লক্ষ্য করি নারীবাদ নিয়ে অনেক ভুল ধারণা ও ভুল বোঝাবুঝি রয়েছে। নারীবাদ হলো নারীদের সিদ্ধান্ত গ্রহণ করতে দেওয়া। নারীবাদ মানে লাঠি নয়, যা দিয়ে অন্য নারীদের আঘাত করা হবে। এটা সম্পূর্ণ স্বাধীনতা, মুক্তি ও সমতার সঙ্গে সম্পৃক্ত। আমি বুঝতে পারছি না এটার সঙ্গে আমার স্তনের সম্পর্কটা কি? এটি খুবই বিভ্রান্তিকর।’ তিনি আরো বলেন, ‘আমি বিভ্রান্ত। বেশিরভাগ মানুষই বিভ্রান্ত। মাঝে মাঝে আমি সত্যিই অবাক হয়ে যাই।’ ২৬ বছর বয়সি এমা ওয়াটসন ২০১৪ সাল থেকে জাতিসংঘের উইমেন গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। এমনকি নারী শিক্ষার প্রচারণার জন্য তিনি বাংলাদেশ ও জাম্বিয়াতেও সফর করেছেন। বর্তমানে বিউটি অ্যান্ড দ্য বিস্ট সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত এমা। সিনেমাটিতে বেলে চরিত্রে অভিনয় করছেন তিনি। আগামী ১৭ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। রাইজিংবিডি/ঢাকা/৬ মার্চ ২০১৭/মারুফ/শান্ত