বিনোদন

মুখোমুখি মামুনুর রশীদ-আরশাদ আদনান

রাহাত সাইফুল : টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারদের সংগঠন ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’। সংগঠনটির কার্যক্রম সম্পাদন করার জন্য দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়ে থাকে। বিগত দিনে এ সংগঠনের কমিটি গঠনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। প্রথমবারের মতো এবার এ সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্বি-বার্ষিক এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাট্যকার মামুনুর রশীদ ও মোহাম্মদ আরশাদ আদনান। এ প্রসঙ্গে আরশাদ আদনান রাইজিংবিডিকে বলেন, ‘প্রথমবারের মতো টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র নির্বাচন হতে যাচ্ছে। আশা করছি, সুষ্ঠু-সুন্দরভাবে নির্বাচন হবে। ভোটারা তাদের মূল্যবান ভোট প্রদান করে আমার উপর আস্থা রাখবেন।’ ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইরেশ যাকের। আগামী ১৯ মার্চ রাজধানীর ঢাকা ক্লাবে স্যামসাং হলে অনুষ্ঠিত হবে প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর নির্বাচন। এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন সৈয়দ হাসান ইমাম। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মান্নান হীরা, এস এম মহসীন হোসেন।  রাইজিংবিডি/ঢাকা/৭ মার্চ ২০১৭/রাহাত/শান্ত