বিনোদন

নামে ইংলিশ গানে বাংলিশ

রাহাত সাইফুল : গত কয়েক বছর ধরে ঢাকাই সিনেমার ইংরেজি নামকরণ অহরহ করছেন নির্মাতারা। বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় বাংলা চলচ্চিত্রে ঢালাওভাবে ইংরেজি নাম ব্যবহারে নিরুসাৎহিত করতে উদ্যোগ নেয়। ২০১৫ সাল থেকে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় বলে আসছে, সরাসরি ইংরেজি নাম নয়, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া বাংলাদেশি সিনেমার নাম দিতে হবে বাংলাতেই।  কিন্তু  কে শুনে কার কথা! চলচ্চিত্র সংশ্লিষ্টদের অনেকে ইংরেজি নাম দিয়েই সিনেমা মুক্তি দিচ্ছেন। শুধু সিনেমার নামেই ইংরেজি নয়, সিনেমার গানেও রয়েছে বাংলা-ইংরেজির সংমিশ্রণ। এ ধরনের ঘটনা প্রায়ই লক্ষ্য করা যায়। এবার এ তালিকায় যুক্ত হয়েছে মুক্তি প্রতীক্ষিত ‘ক্রাইম রোড’ শিরোনামের সিনেমাটি। বছরের শুরুতে ইংরেজি নাম নিয়েই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। সায়মন তারিক পরিচালিত ‘ক্রাইম রোড’ সিনেমাটি আগামী ২৪ মার্চ ঢাকাসহ সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে। মুক্তিকে সামনে রেখে ইতিমধ্যে কয়েকটি গান ইউটিউবে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত গানে বাংলা ও ইংরেজির সংমিশ্রণ লক্ষ্য করা যায়। লুইপা-প্রতীক হাসানের গাওয়া প্রকাশিত গানের কথাগুলো হলো- ‘নারে নারে মনটা কি আর পারে/ তোকে ছাড়া লাগে লোনলি/ বাড়ে বাড়ে প্রেমটা শুধু বাড়ে/ তুই যে লাভার আমার অনলি/ আজ তোরই চোখে চোখ/ হয়ে গেল সিন/ কেইস খেয়েছি শোন…’ গানটির কথা লিখেছেন দীপ। 

শরীফ চৌধুরী প্রযোজিত এ সিনেমাটি আশুলিয়া সিনে প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে। অ্যাকশন ঘরানার এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, শায়লা সাবি, শাহরিয়াজ, বিপাশা কবির, শরীফ চৌধুরী, রুমাই নোভিয়া, শিশির, সাদিয়া আফরিন, জেমি, শামীম, সজল, বড়দা মিঠু, অমিত হাসান, মিজু আহমেদ, আহমেদ শরীফসহ অনেকে। সিনেমাটির সার্বিক তত্ত্বাবধান করছেন সনি মুভিজ ইন্টারন্যাশনাল।

সিনেমাটিতে মোট ছয়টি গান রয়েছে। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন তানজিলা রুমা, প্রতীক হাসান, লেমিস। সংগীত পরিচালক আলী আকরাম শুভ এবং নৃত্য পরিচালনা করেছেন হাবিব।

এ ছাড়াও ২০১৫ সালে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশের পরও ‘ওয়ার্নিং’, ‘ব্ল্যাক মানি’, ‘ব্ল্যাক মেইল’, ‘গুন্ডা দ্য টেরোরিস্ট’, ‘জিরো ডিগ্রি’সহ বেশ কিছু সিনেমা ইংরেজি নামে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।  ২০১৬ সালে ‘আন্ডার কনস্ট্রাকশান’, ‘সুইট হার্ট’, ‘শুটার’, ‘বসগিরি’সহ কয়েকটি সিনেমা ইংরেজি নামেই মুক্তি পায়। এ ছাড়া কিছু সিনেমায় বাংলা নামের সঙ্গে কৌশলে ইংরেজি টাইটেল ব্যবহার করে মুক্তি দেওয়া হয়।  এ তালিকায় রয়েছে ‘বাজে ছেলে দ্য লোফার’, রুদ্র দ্য গ্যংস্টার, ‘রানা পাগলা দ্য মেন্টাল’ প্রভৃতি। দেখুন : ‘নারে নারে’ শিরোনামের গানটি

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ মার্চ ২০১৭/রাহাত/শান্ত